অ্যান্ড্রয়েড ফোনে নাথিং ফোনের থিম ইনস্টল করার নিয়ম
জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি নাথিং তাদের নাথিং ফোনের বেটা লঞ্চার নির্দিষ্ট কিছু ফোনের জন্য উন্মুক্ত করেছে। নাথিং ফোনের এই লঞ্চারটি আপনি বর্তমানে স্যামস্যাং গ্যালাক্সি এস২১, এস২২, গুগল পিক্সেল ৫ সহ আরও কয়েকটি ফোনে ব্যাবহার করতে পারবেন। জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি ওয়ান প্লাসের ফোনগুলোতেও অতি শিঘ্রই এই সুবিধাটি চালু হতে যাচ্ছে। আজকের এই আর্টিকেলটিতে যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে নাথিং ফোনের ঠিম ইনস্টল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত বলা আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি আপনার কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড ফোনে নাথিং ফোনের বেটা লঞ্চারটি ইনস্টল করতে পারবেন।
ভূমিকা
বর্তমান স্মার্টফোন দুনিয়ায় নাথিং ফোন খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে এর রেয়ার সাইড এর ডিজাইন টা ও এর আকর্ষনীয় এলইডি লাইট। এছাড়া এর ট্রান্সপারেন্ট ব্যাকপার্ট টা ফোনটিকে বেশী আকর্ষনীয় করে তুলেছে। এ তো গেল ফোনটির বাহিরের লুক, ফোনটির বাহিরের আকর্ষনীয় লুক ছাড়াও ফোনটির ভেতরের সফটওয়্যার গুলার ইন্টারফেস গুলাও অনেক ইউজার ফ্রেন্ডলি।
নাথিং ফোনটি একটি ফ্ল্যাগশিপ ফোন হওয়ায় এটির মূল্য একটু বেশিই। তাই যাদের বাজেট কম কিন্তু নাথিং ফোন এর ফিল নিতে চান কেবলমাত্র তাদের জন্যই আজকের এই পোস্ট। নাথিং ফোন এ যে ইন্টারফেসটি দেওয়া আছে হুবহু সেরকম দেখতে লঞ্চার ইন্টারনেটে এভেইলেবল আছে। যাদের নাথিং ফোন পছন্দ কিন্তু বাজেট স্বল্পতার কারনে কিনতে পারছেন না তারা তাদের কাছে থাকা অন্য যেকোনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে এই নাথিং ফোনের বেটা লঞ্চারটি ইনস্টল করতে পারবেন।
নাথিং লঞ্চার অ্যাপ ডাউনলোড
- প্রথমে নাথিং লঞ্চারের লিস্টিং লিংক টি গুগল প্লে স্টোর থেকে কপি করতে হবে। তারপর গুগল ক্রোম ব্রাউজার এ গিয়ে ApkPure ওয়েবসাইট টি ওয়পেন করতে হবে। তারপর উপরের ডান পাশের সার্চ অপশনে গিয়ে প্লে স্টোর থেকে লঞ্চার অ্যাপ্লিকেশনটির কপি করা লিংক টা পেস্ট করতে হবে।
- সার্চকৃত অ্যাপ্লিকেশনটি সামনে আসলে "Dowload XAPK" এ ক্লিক করে নাথিং ফোন এর লঞ্চারটি ডাউনলোড করে নিতে হবে।
ফোনে নাথিং লঞ্চারটি ইনস্টল করুন
- আপনার ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে "APKMirror Installer" সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। তারপর এই সফটওয়্যারটি ওপেন করে "Browse File" অপশন এ ক্লিক করুন।
- তারপর নাথিং ফোন এর লঞ্চার অ্যাপ্লিকেশনটি খুজে বের করে "Install Package" অপশনটি সিলেক্ট করুন। নাথিং ফোনের লঞ্চারটি আপনার ফোনে ইনস্টল করার জন্য APKMirror Installer অ্যাপ্লিকেশনটি লোডিং হওয়া শেষ হওয়ার পর "Install App" এ ক্লিক করুন। সফটয়্যারটি ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর "Install" বাটনে ক্লিক করুন।
নাথিং ফোনের লঞ্চারটি মূল লঞ্চার হিসেবে সেট করুন
- আপনার ফোনের সেটিংস ওপেন করুন তারপরে "Apps>Default Apps" এই নির্দেশনা মোতাবেক কাজ করুন।
- তারপর "Home App" অপশনটিতে ক্লিক করে নাথিং ফোনের লঞ্চারটি সিলেক্ট করুন। ব্যাস কাজ শেষ। এখন আপনি আপনার ফোনের হোম বাটনে ক্লিক করে হোমে ফিরে গেলেই নাথিং ফোনের লঞ্চার ইন্টারফেসটি দেখতে পাবেন।
নাথিং লঞ্চারের ফার্স্ট ইম্প্রেশন
এতক্ষন আমরা ্নাথিং ফোনের থিম ইনস্টল করার জন্য বেশকয়েকটি ধাপ পার করে এসেছি। এবার চলুন এই থিমের সম্পর্কে অল্প সামান্য কিছু তথ্য জেনে নিই। নাথিং তাদের অফিসিয়াল ব্লগে তাদের এই থিমের- Nothing Wallpaper & Style, Bespoke Clock & Weather widgets, and Max Icons and Max Folder সম্পর্কে ইঙ্গিত দিয়েছে।
এই থিমে আপনারা একটি ক্লাসি ওয়ালপেপার দেখতে পাবেন। নাথিং ফোনের এই ওয়ালপেপার টি এই থিমটিকে আরও বেশি আকর্ষনীয় করে তুলেছে। এহাড়াও এই লঞ্চারটির "Widgets" গুলাও অনেক ইউজার ফ্রেন্ডলি। Widgets হিসেবে আমরা ঘড়ি ও আবহাওয়ার Widgets দেখতে পাবো। এই লঞ্চারটিতে নাথিং যে তিনটি Widgets দিয়েছে তার প্রত্যেকটিই অসাধারন। তাই এটা নিয়ে খারাপ কোনো মন্তব্য করার প্রশ্নই আসে না।
নাথিং এর দেওয়া তথ্য মতে এই লঞ্চারটিতে ইউজারের পছন্দের সফটওয়্যার এর আইকনটি অন্যান্য আইকনের তুলনায় বড় করে রাখতে পারবেন। এতে করে ইউজার তার পছন্দের বা বহুল ব্যবহৃত সফটওয়্যারটি অতি দ্রুত খুঁজে পাবে। অনেক সময় দেখা যায় চার-পাঁচটা সফটওয়্যার আমরা আমাদের ফোনের হোমপেজে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিই। নাথিং ফোনের এই লঞ্চারিটিতে আমরা সফটওয়্যার এর পাশাপাশি আমাদের তৈরিকৃত সফটওয়্যার এর ফোল্ডারের আইকনটিও বড় করে রাখতে পারি। অবশ্য সফটওয়্যার এর আইকনটি বড় করে রাখার ফলে এটি আমাদের হোমপেজের অনেকটা জায়গা জুড়ে থাকে। এর ফলে সামান্য অসুবিধা হয়।
এছাড়াও নাথিং এর এই লঞ্চারটিতে নাথিং আমাদেরকে মোট দুটি ওয়ালপেপার দিচ্ছে। যার মধ্যে একটি হলো "Abstract Puppy" এবং "Abstract Face". এছাড়াও আপনি একটি রিংটোন, নোটিফিকেশন টোন, এবং এলার্ম টোন পাবেন।
পরিশেষে
নাথিং এর এই লঞ্চারটি সম্পর্কে খারাপ কিছু বলার নেই। ইন্টারনেটে আরও অনেক ধরনের লঞ্চার এভেলেবেল রয়েছে। তার মধ্যে থেকে নাথিং ফোনের এই লঞ্চারটি যোগ হয়েছে। অন্যান্য লঞ্চারের সাথে তুলনামূলক দিক থেকে দেখতে গেলে এই লঞ্চারটিও অনেক সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি। তাছাড়া নাথিং ফোনের এখনো বেটা ভার্সনে লঞ্চ হয়েছে। তাই আমরা আশা করছি বর্তমানের তুলনায় ভবিষ্যতে আরো অনেক বেশি ফিচারসহ এই লঞ্চ টার দিকে উন্মুক্ত করে দেওয়া হবে। নাথিং ফোনের এক্সপেরিয়েন্স নিতে এই লঞ্চারটি ব্যবহার করে দেখতে পারেন।
যেকোনো এন্ড্রয়েড ফোনে নাথিং ফোনের থিম ইনস্টল করার নিয়ম এই আর্টিকেলটি পড়ে যদি ভালো লাগে তাহলে এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
আমাদের ওয়য়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনার করা প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url