২০২৩ সালে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা
প্রিয় পাঠক, আপনি কি ২০২৩ সালা নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা খুজতেছেন? অভিনন্দন! আপনি সঠিক জায়গাতে এসেছেন। কারন এই পোস্টটিতে আমি ২০২৩ সালে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা তুলে ধরেছি।
পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন তাহলে আপনি ২০২৩ সালে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা, নোবেল পুরস্কার কি, নোবেল পুরস্কারের দেওয়ার ইতিহাস, কাদের নোবেল পুরস্কার দেওয়া হয় ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন বলে আশা করছি।
নোবেল পুরস্কার কি
কোনো কাজের জন্য কাউকে উপহারস্বরুপ যে জিনিস বা সম্মাননা দেওয়া হয় তাই হলো পুরস্কার। বিভিন্ন সংস্থা বা কোন একটি গোষ্ঠী মানুষদের তাদের কর্মফল হিসেবে বিভিন্ন জিনিস দিয়ে পুরস্কৃত করে থাকে। ঠিক সেরকমই একটি সম্মানজনক পুরস্কার হলো নোবেল পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য প্রতি বছর দেওয়া একটি মর্যাদাপূর্ণ পুরস্কার হলো নোবেল পুরস্কার। আলফ্রেড নোবেলের ইচ্ছায় এই পুরস্কারটি দেওয়া হয়।
নোবেল প্রাইজ |
নোবেল পুরস্কারের দেওয়ার ইতিহাস
২১ অক্টোবর ১৮৩৩ সালের সুইডেনের স্টকহোমে আলফেড নোবেল জন্মগ্রহণ করেন। আলফ্রেড নোবেল ছিলেন একজন রসায়নবিদ, প্রকৌশলী ও একজন উদ্ভাবক। ১৮৯৩ সালে তিনি একটি কারখানা ক্রয় করেন এবং পরবর্তীতে তিনি এটিকে একটি অস্ত্র তৈরীর কারখানায় পরিণত করেন। তিনি তার জীবনে প্রায় ৩৫৫ টি জিনিস আবিষ্কার করেন এবং যার দ্বারা তিনি প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক হন।
আলফ্রেড নোবেল |
তবে তার আবিষ্কৃত জিনিসগুলোর মধ্যে সবচাইতে বেশি আলোচিত আবিষ্কারটি হলো ডিনামাইট। আল ফ্রেন্ড নোবেল তার এই ডিনামাইটের আবিষ্কার থেকে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ সম্পদ আয় করতে সক্ষম হন। এত পরিমান ধন-সম্পদের মালিক হওয়া সত্ত্বেও ১৮৮৮ সালে একটি ফরাসি পত্রিকায় প্রকাশিত মৃত মানুষদের তালিকা দেখে বিস্মিত হন। ফরাসি সেই পত্রিকায় মৃত ব্যক্তিদের তালিকায় তিনি তার নিজের নাম দেখতে পাই।
ফরাসি সেই পত্রিকায় তার মৃত্যু বিষয়ক যে আর্টিকেলটি প্রকাশিত হয় সেখানে তিনি দেখতে পান যে লেখক তাকে একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী হিসেবে তুলে ধরেছেন। সেই আর্টিকেলটিতে বড় হেডলাইনে লেখা ছিল যে "মৃত্যু ব্যবসায়ী লোকটা মরেছে"। ওই আর্টিকেলটিতে আরো লেখা ছিল যে "অনেক লোককে খুব সহজে মারার মত বিস্ফোরকের আবিষ্কারক শয়তান ডঃ আলফ্রেড নোবেল অবশেষে মরেছে"।
খবরটি পড়ার পরে নোবেল অবাক হয়ে কিছুক্ষণ চুপ হয়ে বসে ছিলেন। তিনি বসে থেকে কেবল একটি কথায় ভাবছিলেন যে দেশের মানুষ তার সম্পর্কে ঠিক কতটাই না খারাপ কথা ভাবে। অবশ্য এখানে কারো কোন দোষ নেই, কারণ তার আবিষ্কৃত এই ডিনামাইটটি ভালো কাজের পাশাপাশি অনেক অনেক খারাপ কাজেও ব্যবহার করা হয়। যেমন এটি বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত ও বিস্ফোরক ও বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়।
এই বিষয়টি নিয়ে আরো গভীর চিন্তা-ভাবনা করার পর তিনি উপলব্ধি করতে পারলেন যে তার মৃত্যুর পরও পৃথিবীর মানুষ তাকে অভিশাপ দিতে থাকবে এবং ইতিহাসের পাতায় তার নামটি একজন মৃত্যুদূত হিসেবে লেখা থাকবে। এরপর অনেকদিন ধরে চিন্তা ভাবনা করার পর তিনি ভাবলেন যে কিভাবে তার এই দুর্নাম দূর করা যায়। তিনি ভাবতে থাকলেন যে কিভাবে তার এত টাকা কড়ি মানবজাতির কল্যানে ব্যবহার করা যায়।
অনেক ভাবনা চিন্তা করার পর তিনি তার সকল সম্পত্তি একটি উইল করে দান করে গেলেন। 1894 সালে তার এই উইলে উল্লেখ করে যান যে তার এই সম্পত্তি ব্যাংকে রেখে যে পরিমাণ অর্থ আয় হবে তা থেকে প্রতিবছর সর্বমোট ছয়টি পুরস্কার দেওয়া হবে। মূলত 1894 সালে আলফ্রেড নোবেলের করা এই উইলের থেকেই নোবেল পুরস্কারের জন্ম হয়। ১৮৯৬ সালে আলফ্রেড নোবেলের মৃত্যু হয় এবং 1901 সাল থেকে তার উইল এ লেখা কথা অনুযায়ী 1901 সাল থেকে এই নোবেল পুরস্কারটি দেওয়া চালু হয়।
কাদের নোবেল পুরস্কার দেওয়া হয়
আল ফ্রেন্ড নোবেল ছিলেন একজন রসায়নবিদ প্রকৌশলী ও একজন উদ্ভাবক। তার তার আবিষ্কৃত জিনিস গুলোর দ্বারা বিশেষ করে তার আবিষ্কৃত ডিনামাইট এর দ্বারা তিনি যেসব অর্থ সম্পদ গড়ে তুলেছিলেন সেগুলোর ব্যাংক সুদ দ্বারা প্রতিবছর মোট ছয়টি বিষয়ে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়। মূলত যারা মানব কল্যাণের জন্য সর্বোচ্চ অবদান রাখে তাদেরকেই এই পুরস্কারটি দেওয়া হয়।
১৯০১ সাল থেকে প্রতিবছর যারা বিভিন্ন ধরনের গবেষণা ও উদ্ভাবন বা মানবকল্যাণমূলক কর্মকাণ্ড করে থাকেন তাদের মধ্যে থেকে এই পুরস্কারটি প্রদান করা হয়। মোট ছয়টি বিষয়ে এই পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো-
- পদার্থবিজ্ঞান
- অর্থনীতি
- রসায়ন
- চিকিৎসা বিজ্ঞান
- সাহিত্য ও
- শান্তি
উপরোক্ত এই ছয়টি বিষয়ে যারা মানব কল্যাণের জন্য অসামান্য ভূমিকা রাখে তাদেরকে এই নোবেল পুরস্কারটি প্রদান করা হয়।
২০২৩ সালে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা
প্রতিবছরের ন্যায় এ বছরেও অর্থাৎ ২০২৩ সালেও মানব কল্যাণে অসামান্য ভূমিকা পালনের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। ২০২৩ সালে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো-
চিকিৎসা বিজ্ঞানে কারা নোবেল পুরস্কার পেয়েছেন
কাতালিন কারিকো ও ড্রু ওয়েজমান |
এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন ক্যাতালিন কারিকো এবং ড্রিউ উইচম্যান। করোনাভাইরাসের নিউক্লিয়োসাইড বেশ পরিবর্তন সংক্রান্ত এমআরএনএ টিকা আবিষ্কারের জন্য তাদেরকে এই পুরস্কারটি দেওয়া হয়। ক্যাতালিন কারিকো হাঙ্গেরির বাসিন্দা এবং ড্রিউ উইচম্যান হলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা।
পদার্থবিজ্ঞানে কারা নোবেল পুরস্কার পেলেন
পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল |
২০২৩ সালে পদার্থবিজ্ঞানে তাদের অসামান্য অবদানের জন্য মোট তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন। বিজয়ীরা হলেন যুক্তরাষ্ট্রের ও হাইও স্টেট ইউনিভার্সিটির পিয়ারে আগস্টিন, সুইডেনের লন্ড ইউনিভার্সিটি এন লরিইয়েল এবং জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ কোয়ান্টামটিক্সের ফিন্যান্স ক্রাসজ। সবচেয়ে কম সময়ে আলোকে ধারণ করার বিষয়ে গবেষণার সফলতার জন্য এরা ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
রসায়নে কারা নোবেল পুরস্কার পেলেন
মাউঙ্গি জি. বাভেন্ডি, লুই ই. ব্রুস এবং আলেক্সি আই. একিমভ |
মাউঙ্গি জি. বাভেন্ডি, লুই ই. ব্রুস এবং আলেক্সি আই. একিমভ নোবেল পুরস্কার পেয়েছেন। কোয়ান্টাম ডটের উপর গবেষনা করে তাদের বৈশিষ্ট বর্ণনা করার জন্য এই তিনজন বিজ্ঞানী রসায়নে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেলেন।
অর্থনীতিতে কারা নোবেল পুরস্কার পেলেন
ক্লাডিয়া গোল্ডিন |
নারীদের শ্রমবাজারের ফলাফল সম্পর্কে আমাদের বোঝার উন্নতি করার জন্য ক্লডিয়া গোল্ডিন অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন। ক্লাডিয়া গোল্ডিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ই বাসিন্দা।
সাহিত্যে কারা নোবেল পুরস্কার পেলেন
ইয়োন ফসে |
নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম থেকে তাকে এই পুরস্কারটি প্রদান করা হয়।
শান্তিতে কারা নোবেল পুরস্কার পেলেন
নার্গেস মোহাম্মদীকে |
নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট, অসলো থেকে সোমবার, 9 অক্টোবর, ২০২৩ইং ইরানের মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মদীকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
পরিশেষে
এই পোস্টটিতে আমি ২০২৩ সালে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা নোবেল পুরস্কার কি, নোবেল পুরস্কারের দেওয়ার ইতিহাস, কাদের নোবেল পুরস্কার দেওয়া হয়, কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় তা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই পোস্টটি পড়ে আপনি আপনার কাঙ্খিত তথ্য জানতে পেরেছেন। পোস্টটি ভালো লাগলে আপনার পরিচিত ব্যাক্তিদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।
আমাদের ওয়য়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনার করা প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url