বহুল ব্যাবহৃত ১০ টি ভাষা ও বাংলা ভাষার অবস্থান কত তম
বর্তমানে পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষ বসবাস করে। মানুষেরা একে অপরের সাথে কথা বলার জন্য প্রায় ৬৫০০ টি এর মতো ভাষার প্রচলন আছে। কিন্তু কোন ভাষাটি সবচেয়ে বেশি ব্যাবহৃত হয় জানেন কি? আর আমাদের বাংলা ভাষার অবস্থানই বা কত তম? এই আর্টিকেলটিতে এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এই আর্টিকেলটিতে আমি বহুল ব্যাবহৃত সেরা ১০ টি ভাষা ও বাংলা ভাষার অবস্থান কত তম সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি।
ভূমিকা
আমরা একে অপরের সাথে মাদের মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন ভাষার ব্যাবহার করে থাকি। জাতিসংঘের তথ্য অনুযায়ী পৃথিবীতে মোট ১৯৫ টি দেশ রয়েছে। প্রত্যকটি দেশের মানুষদের নিজস্ব মাতৃভাষা আছে। দেশের জনসংখ্যার তারতম্যের কারনে ব্যাবহৃত ভাষার সংখ্যা কমবেশি হয়ে থাকে। এসব ভাষার মধ্যে কিছু ভাষা আছে যা সর্বাধিক ব্যাবহার করা হয়ে থাকে।
পৃথিবীতে সবচেয়ে বেশী ব্যাবহৃত ভাষাটি হলো চীনের "মান্দারিন" ভাষা। এ ভাষা ব্যাবহার করে প্রায় ১২৮ কোটি ৫০ লাখ মানুষ কথা বলে। এছাড়াও অনেক ভাষা আছে যেগুলো ব্যাবহার করা হয়। নিচে বহুল ব্যাবহৃত ১০ টি ভাষার তালিকা দেও্যা হলোঃ-
১. মান্দারিন
পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হলো এশিয়া মহাদেশের চীন। আর এদের মাতৃভাষা হলো "মান্দারিন"। প্রায় ১২৮ কোটি ৫০ লাখ মানুষ মান্দারিন ভাষায় কথা বলে। মান্দারিন ভাষাটির ব্যাবহার সবচেয়ে বেশি হওয়ার মূল কারণ হলো এর জনসংখ্যা। মান্দারিন ভাষাটি পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যাবহার করা হয়।
২. স্প্যানিশ
স্পেনরা একটা সময় তাদের সাম্রাজ্য পুরো পৃথিবী জুড়ে বিস্তার করে দিয়েছিলো। স্পেনের পাশাপাশি দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকা সহ যুক্তরাষ্ট্রের কিছু এলাকার মানুষদের মাতৃভাষা হলো "স্প্যানিশ"। বিশ্বের প্রায় ৪৩ কোটি মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। বহুল ব্যাবহৃত ভাষার তালিকায় স্প্যানিশ ভাষার অবস্থান দ্বিতীয়।
৩. ইংরেজী
চাইনিজ আর স্প্যানিশ ভাষার পরেই ইংরেজী ভাষার অবস্থান। বিশ্বের প্রায় ৩৮ কোটি মানুষের মাতৃভাষা হলো ইংরেজী। বিশ্বের প্রায় সব দেশেই ইংরেজী ভাষার প্রচলন আছে। ইংরেজী ভাষাটি হলো আমাদের আর্ন্তজাতিক ভাষা। বিভিন্ন ব্যাবসায়িক কাজের ক্ষেত্রে, বিভিন্ন গণমাধ্যমে, উচ্চশিক্ষা ব্যাবস্থায় ইংরেজী ভাষাটি বেশী ব্যাবহৃত হয়।
৪. আরবি
পৃথিবীতে আরবি ভাষার অবস্থান চতুর্থ তম। সৌদি আরব, বাহারাইন, ইরান সহ মধ্য প্রাচ্যের অনেক দেশগুলোর মানুষের মাতৃভাষা হলো আরবি। প্রায় ৩০ কোটি মানুষের ভাষা আরবি। জাতিসংঘের অধিবেশনেও এই ভাষার ব্যাবহার লক্ষ্য করা যায়। তাছাড়া ইসলাম ধর্মাম্বলীর মানুষদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরানের ভাষাও আরবি হওয়ার কারণে মুসলিম প্রধান দেশগুলোর মানুষেরা আরবি ভাষায় কথা বলে থাকে।
৫. বাংলা
জনপ্রিয় ভাষার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলা ভাষা। বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা আমাদের মাতৃভাষা। ভাষার জন্য আমরা ১৯৫২ সালে আন্দলন করেছি। বাংলা আমাদের রাষ্ট্রভাষা। বাংলাদেশ সহ আমাদের প্রতিবেশি দেশ ভারতের পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলেও বাংলা ভাষা ব্যাবহার করা হয়। পৃথিবোতে বাংলা ভাষা ব্যাবহার করা মানুষের সংখ্যা প্রায় ২৯ কোটি।
৬. হিন্দি
বাংলা ভাষার পরেই যে ভাষাটি বেশি ব্যাবহার করে মানুষ কথা বলে সেটি হলো হিন্দি ভাষা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হিন্দি ভাষাটি সবচেয়ে বেশি ব্যাবহৃত হয়ে থাকে। প্রায় ২৬০ কোটি মানুষ হিন্দিতে কথা বলে।
মানুষের ব্যাবহৃত ভাষার সংখ্যা অনুসারে পরবর্তী ৪ টি ভাষার নাম হলো- পর্তুগিজ, রুশ, জাপানি, পাঞ্জাবি।
লেখকের কথাঃ
আমার এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পোস্টটি শেয়ার করুন।
আমাদের ওয়য়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনার করা প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url