ChatGPT কী? | চ্যাট জিপিটি (ChatGPT) ব্যাবহার করার নিয়ম

বর্তমানে আধুনিক যুগে এসে আমরা মানুষেরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ আরও সহজ ও দ্রুত করতে পারি তা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করেই চলছি। এবং প্রায়ি নতুন নতুন পদ্ধতি বা প্রযুক্তির আবিষ্কার করছি। বর্তমান সময়ের বহুল আলোচিত ও সমালোচিত প্রযুক্তি হলো কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)।
চ্যাট জিপিটি ব্যাবহার করার নিয়ম
এই কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) আমাদের বিভিন্ন কাজে আসলেও আমরা অনেকেই আছি যারা এখনও এই প্রযুক্তির ব্যাবহার করার নিয়ম জানি না। এই আর্টিকেলটিতে বর্তমান সময়ের সবচেয়ে উন্নত চ্যাট বট (Chat Bot) চ্যাট জিপিটি এর ব্যাবহার করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ করা হলো।

চ্যাট জিপিটি কী? | What is ChatGPT?

প্রিয় পাঠক, ChatGPT(চ্যাট জিপিটি) কী তা জানার পূর্বে কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে ChatGPT সম্পর্কে বুঝতে আপনার সুবিধা হবে। কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য এই ওয়েবসাইটটি ঘুরে আসুন।
২০২২ সালের নভেম্বর মাসে Open AI তাদের চ্যাটবট ChatGPT প্রকাশ করে। মূলত এটিই বর্তমান সময়ের সবচেয়ে আধুনিকতম কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যা একই সাথে অনেকগুলো ভাষায় পরিচালিত হতে সক্ষম। ChatGPT এর পূর্ণরূপ হলো Generative Pre-Trained Transformer (জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফরমার)। অর্থাৎ চ্যাটজিপিটি (ChatGPT) হলো এমন একটি কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়ার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) প্রযুক্তি যেটাকে একইসাথে অনেকগুলো ভাষা দিয়ে প্রশিক্ষণ করানো হয়েছে। যার ফলে যেকোনো ডিভাইসের মাধ্যমে এটি অতি দ্রুত মানুষের মতো করেই রিপ্লাই বা উত্তর দিতে সক্ষম হয়।


চ্যাট জিপিটি (ChatGPT) কী সম্পর্কে বিস্তারিত তথ্য এর নির্মাতারাই ভালো দিতে পারবেন। তাহলে চলুন চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান Open AI এই চ্যাটবট সম্পর্কে কী বলেছেন তা জেনে নেওয়া যাক। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান Open AI এর মতে-
"ChatGPT: Optimizing Language Models for Dialogue

We’ve trained a model called ChatGPT which interacts in a conversational way. The dialogue format makes it possible for ChatGPT to answer followup questions, admit its mistakes, challenge incorrect premises, and reject inappropriate requests. ChatGPT is a sibling model to InstructGPT, which is trained to follow an instruction in a prompt and provide a detailed response." 

[আমরা ChatGPT নামক একটি মডেলকে প্রশিক্ষণ দিয়েছি যা কথোপকথনমূলক উপায়ে যোগাযোগ করে। ডায়ালগ ফরম্যাট ChatGPT-এর পক্ষে ফলোআপ প্রশ্নের উত্তর দেওয়া, তার ভুল স্বীকার করা, ভুল জায়গাকে চ্যালেঞ্জ করা এবং অনুপযুক্ত অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব করে তোলে। ChatGPT হল InstructGPT-এর একটি ভাইবোন মডেল, যা প্রম্পটে একটি নির্দেশ অনুসরণ করতে এবং একটি বিশদ প্রতিক্রিয়া প্রদান করতে প্রশিক্ষিত।] তথ্যসূত্রঃ- Open AI


আমরা কেনো চ্যাটজিপিটি (ChatGPT) ব্যাবহার করবো? | Why should we use ChatGPT?

চ্যাট জিপিটি হলো একটি অত্যাধুনিক চ্যাটবট। তাই আপনি এটাকে আপনার এসিস্ট্যান্ট হিসেবে ব্যাবহার করতে পারেন। আপনি আপনার দৈনন্দিন কাজের যেকোনো সমস্যায় চ্যাটজিপিটিকে প্রশ্ন করতে পারেন; এটি আপনাকে তাথক্ষনিকভাবে একটা কার্যকরী সমাধান দিতে সক্ষম। তবে ভাষা ও আঞ্চলিকতার জন্য এর সঠিক উত্তরের তারতম্য হতে পারে। তাই চ্যাটজিপিটির দেওয়া সকল তথ্যের উপর সম্পূর্ণভাবে নির্ভর না করে এর দেওয়া তথ্যগুলো অন্যান্য দিক দিয়ে পর্যালোচনা করে দেখা উচিত।

আশা করা যায় ভবিষ্যতে চ্যাট জিপিটি আরো উন্নত হবে। চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা যে সকল কাজ করতে পারব তা হলো-
  • আমাদের দৈনন্দিন কাজ সম্পর্কিত যেকোনো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য।
  • সাধারণ মানুষের মতো করে চ্যাট করার জন্য।
  • যেকোনো ভাষার আর্টিকেল বা গল্প অনুবাদ করার জন্য।
  • বড় কোনো আর্টিকেল এর সার-সংক্ষেপ তৈরি করার জন্য।
  • কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট এর কোডিং করার জন্য।
  • ক্রিয়েটিভ বা সতন্ত্র কোনো কবিতা, ছোট গল্প আথবা যেকোনো বিষয়ে লেখার জন্য।
  • যেকোনো বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য।
এছাড়াও আপনি চাইলে আরও বিভিন্ন ধরণের কাজে এটি ব্যাবহার করতে পারবেন।


চ্যাটজিপিটি একাউন্ট তৈরি করবো ও ব্যাবহার করবো? | How to create ChatGPT account and use ChatGPT

চ্যাট জিপিটি ব্যাবহার করে দৈনন্দিন কাজের ধারাকে এগিয়ে নিতে আবশ্যই আপনাকে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। চ্যাটজিপিটি একাউন্ট ছাড়া আপনি এটি ব্যাবহার করতে পারবেন না। তাহলে চলুন মাত্র কয়েকটি সহজ স্টেপের বা ধাপের মাধ্যমে চ্যাটজিপিটি একাউন্টটি তৈরি করে নেওয়া যাক।

১ম ধাপঃ চ্যাটজিপিটি একাউন্ট তৈরি করার জন্য আপনাকে চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা Open AI এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এর জন্য আপনি আপনার কম্পিউটার বা স্মার্টফোনের যেকোনো একটি ব্রাউজারে গিয়ে "ChatGPT" লিখে সার্চ করুন। আপনি চাইলে এই লিংক চ্যাট জিপিটির লিংক প্রবেশ করেও আপনার একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

২য় ধাপঃ তারপর আপনার যদি পূর্ববর্তী কোনো একাউন্ট থেকে থাকে তাহলে "Log In"(লগ ইন) এ ক্লিক করে পুনরায় আপনার চ্যাটজিপিটি একাউন্টটি সচল করতে পারবেন। এবং এটি ব্যাবহারও করতে পারবেন। যেহেতু আপনার কোনো চ্যাটজিপিটি একাউন্ট নাই সেহেতু আপনি পাশে থাকা "Sign Up"(সাইন আপ) এ ক্লিক করুন।
স্টেপ ২

৩য় ধাপঃ এরপর নির্দিষ্ট স্থানে আপনার Email Addres (ইমেইল এড্রেস) টি বসিয়ে "Continue" এ ক্লিক করুন। আথবা আপনি চাইলে আপনার ল্যাপটপ/কম্পিউটার বা স্মার্টফোনে থাকা Google, Microsoft বা Apple (গুগল, মাইক্রোসফট বা অ্যাপল) একাউন্টের মাধ্যমেই সরাসরি আপনার কাঙ্খিত চ্যাটজিপিটি একাউন্টটি তৈরি করে নিতে পারবেন। এবার তাহলে পরের স্টেপে যাওয়া যাক।
স্টেপ ৩

৪র্থ ধাপঃ এরপর "Ok, Let's go" এখানে ক্লিক করুন। ব্যাস, আপনার চ্যাট জিপিটি একাউন্ট প্রস্তুত হয়ে গেছে। এখন আপনি আপনার কাজের ক্ষেত্রে এটিকে যখন তখন ব্যাবহার করতে পারবেন।
স্টেপ ৪

মূলত আপনি এখন যে একাউন্টটি তৈরি করলেন এটি চ্যাটজিপিটির ফ্রি ভার্সন "GPT-3.5". আপনি চাইলে এটির পেইড বা প্লাস ভার্সন অর্থাৎ "GPT-4" (DALL-E) ব্যাবহার করতে পারেন। অবশ্য এর জন্য আপনাকে কিছু টাকাপেমেন্ট করতে হবে।

পরবর্তী কোনো আর্টিকেলে কিভাবে "GPT-4" ব্যাবহার করতে হয় তা সম্পর্কে বলবো। আপনারা যারা "GPT-4" ব্যাবহার করার নিয়ম সম্পর্কে জানতে চান তারা নিচে আমাকে কমেন্ট করে জানান।

চ্যাট জিপিটি ব্যাবহারের সুবিধা | Advantage of using ChatGPT

সঠিক ভাবে ব্যাবহার করতে পারলে দৈনন্দিন জীবনে আপনি অনেক সুবিধা লাভ করতে পারবেন। কারণ প্রতিদিনের কাজের ক্ষেত্রে এটি আপনাকে একজন অ্যাসিস্টেন্ট বা সহকারীর মতো করে সহায়তা প্রদান করবে। চ্যাট জিপিটি কে এমনভাবে ট্রেনিং করানো হয়েছে যে এটি আপনার সাথে একজন মানুষের মতো করেই আপনাকে রিপ্লাই করবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোনো চ্যাটবটের সাথে কথা বলছেন।


তন্মধ্যে চ্যাট জিপিটি ব্যাবহার করার কয়েকটি কার্যকরী সুবিধা নিম্নে উল্লেখ করা হলোঃ
একাধিক ভাষা বোঝার ও বলার ক্ষমতাঃ অন্যান্য যেসকল চ্যাটবট বিদ্যমান রয়েছে তাদের মধ্যে থেকে Open AI এর ChatGPT সবচেয়ে বেশী উন্নত। কারণ চ্যাটজিপিটি একই সাথে ইংরেজির পাশাপাশি বেশ কয়েকটি ভাষায় পরিচালিত হতে পারে।
দ্রুতগামীঃ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এটি আপনাকে আপনার কাঙ্খিত উত্তর দিতে সক্ষম। এতে করে আমরা খুব সহজেই আমাদের কাঙ্খিত ফলাফল পেতে পারি।
কাস্টমার সেবা প্রদানঃ চ্যাট জিপিটিকে অনেক আধুনিক প্রযুক্তি ও দক্ষভাবে প্রশিক্ষিত করা হয়েছে। তাই এটি কোনো একটি কোম্পানির কাস্টমার সেবাও দিতে সক্ষম।
অ্যাপ বা ওয়েবসাইটে ব্যাবহারযোগ্যঃ বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে ব্যাবহার করার জন্য খুব সহজেই এটি কাজে আসতে পারে। আবার এটি অ্যাপ বা ওয়েবসাইটে ব্যাবহার করাও খুব সহজ।
আর্থিক সুবিধাঃ বর্তমানে আমরা আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট নিয়োগ দিয়ে থাকি। এতে আমাদের একটা ভালো অঙ্কের অর্থ খরচ করতে হয়। এখন আপনি চাইলে চ্যাট জিপিটিকে আপনার ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট হিসেবে ব্যাবহার করে আপনার অর্থের ব্যয় কমাতে পারেন।
সময় বাচাতেঃ অনেক বড় কোনো কোডিং লেখার জন্য আমাদেরকে অনেকটা সময় ব্যয় করতে হয়। তবুও কোডিং এর মধ্যে ভুল-ত্রুটিও হতে পারে। ভুল ঠিক করার জন্যও অনেক সময় লেগে যায়। আপনি চাইলে চ্যাট জিপিটিকে দিয়ে যেকোনো ভাষার কোডিং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নির্ভুল্ভাবে লিখিয়ে নিতে পারবেন।

চ্যাট জিপিটি ব্যাবহারের অসুবিধা | Disadvantage of using ChatGPT

চ্যাট জিপিটি ব্যাবহারের সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও রয়েছে। চ্যাট জিপিটি (ChatGPT) হলো AI (Artificial Inteligence) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর একটি চ্যাটবট। চ্যাট জিপিটির কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা বা অসুবিধাও রয়েছে। চ্যাট জিপিটি ব্যাবহারের কিছু অসুবিধা নিচে উল্লেখ করা হলোঃ
যান্ত্রিক সীমাবদ্ধতাঃ যেহেতু চ্যাট জিপিটিকে কম্পিউটারে প্রোগ্রামিং করার মাধ্যমে তৈরি করা হয়েছে তাই এটির কিছু যান্ত্রিক সীমাবদ্ধতাও রয়েছে। নির্দিষ্ট সীমার মধ্যে থেকেই এটি কাজ করে থাকে।
অনুভূতি বুঝতে না পারাঃ চ্যাট জিপিটি মানিষের অনুভূতি বুঝতে পারে না। মানুষের অনুভূতি বুঝতে না পারার কারণে এটি প্রায়শই ভুল তথ্য প্রদান করে থাকে।
স্বনির্ভরতাহীনঃ চ্যাট জিপিটি ইন্টারনেটে বিদ্যমান তথ্যের ব্যাবহার করে থাকে। এটি নিজে থেকে কোনো তথ্য তৈরি করতে অক্ষম।
শতভাগ সঠিক উত্তর প্রদানে অপারকঃ চ্যাট জিপিটি শতভাগ সঠিক তথ্য প্রদান করতে অক্ষম। কারণ এটিকে এমন ভাবে ট্রেইন্ড করা হয়েছে যে এটি ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলোকে সোর্স ইনফরমেশন হিসেবে ব্যবহার করে আপনার সামনে তুলে ধরবে। এখানে ইন্টারনেটে থাকা ওই তথ্য ভুলও হতে পারে। তাই চ্যাট জিপিটির দেওয়া তথ্য চোখবুজে ব্যাবহার করা উচিত নয়। ক্রসচেক করে তারপর ব্যাবহার করা উচিত।

লেখকের কথাঃ

আমি এই আর্টিকেলটিতে চ্যাট জিপিটি কী?, আমরা কেনো চ্যাটজিপিটি (ChatGPT) ব্যাবহার করবো? কিভাবে চ্যাট জিপিটি একাউন্ট তৈরি করবো ও ব্যাবহার করবো? চ্যাট জিপিটি ব্যাবহারের সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি চ্যাট জিপিটি সম্পর্কে সম্মুখ জ্ঞান অর্জন করতে পেরেছেন এবং সেইসাথে কিভাবে খুব সহজেই একটি চ্যাট জিপিটি একাউন্ট তৈরি করতে হয় তা জানতে পেরেছেন।

আর্টিকেলটি পড়ে উপকৃত হলে আর্টিকেলটি আপনার পরিচিত ব্যাক্তিদের কাছে শেয়ার করুন এবং তাদেরকেও আধুনিক চ্যাট জিপিটি সম্পর্কে জানার সুযোগ করে দিন। এই আর্টিকেল সম্পর্কিত কোনো তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আর আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়য়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনার করা প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url