বায়োমিল ২, বায়োমিল ৩ বানানোর নিয়ম ও খাওয়ার নিয়ম ও এর দাম কত

প্রিয় পাঠক, আপনার বাচ্চাকে বায়োমিল ২ খাওয়ার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছে কিন্তু আপনি বায়োমিল ২ খাওয়ার নিয়ম ও বানানোর নিয়ম সম্পর্কে জানেন না। এই আর্টিকেলটিতে বায়োমিল ২ সম্পর্কিত সকল নিয়ম-কানুন সম্পর্কে বলা হয়েছে।
বায়োমিল ২, বায়োমিল ৩ খাওয়ার নিয়ম ও বানানোর নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া
আর্টিকেলটিতে বায়োমিল ২ খাওয়ার নিয়ম সহ বায়োমিল ৩ খাওয়ার নিয়ম ও এর বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও আলোচনা করা হয়েছে। তাই এ সম্বন্ধে জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

বায়োমিল ২ খাওয়ার নিয়ম

মায়ের দুধের বিকল্প হিসেবে শিশুদেরকে বায়োমিল ২ খাওয়ানো হয়ে থাকে। মূলত যেসব শিশুরা যেকোনো কারণবশত তাদের মায়ের বুকের দুধ খেতে পারে না তাদেরকে মায়ের দুধের চাহিদা মেটানোর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী বায়োমিল ২ খাওয়ানো হয়।

যেসব শিশুর বয়স ৬ থেকে ১২ মাস তাদেরকে বায়োমিল ২ খাওয়ানো হয়। বাচ্চাকে বায়োমিল ২ খাওয়ানোর পূর্বে সঠিক পরিমাণ অনুযায়ী বায়োমিল ২ দুধ কুসুম গরম পানির সাথে মিশিয়ে নিতে হবে। এর জন্য প্রথমে আপনাকে যে ফিডারটি ব্যবহার করে বাচ্চাকে দুধ খাওয়াবেন সেটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর ছয় মাস বয়সী শিশুর জন্য ৮ চামচ বায়োমিল ২ দুধ মেশাতে হবে। পরিমাণ মতো দুধ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্যাকেটের ভেতরে দেওয়া চামচ ব্যবহার করবেন। এতে করে সঠিক পরিমাণ দুধ নিতে পারবেন।

এভাবে শিশুর বয়স বাড়ার সাথে সাথে দুধের পরিমাণও বাড়াতে হবে। অর্থাৎ আপনার শিশুর বয়স যখন সাত মাস হবে তখন এক চামচ বাড়িয়ে নয় চামচ দুধ মিশিয়ে খাওয়াতে হবে। এভাবে ক্রমান্বয়ে প্রতি মাসে এক চামচ করে বৃদ্ধি করতে হবে। এতে করে আপনার বাচ্চার শারিরীক পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে।

বায়োমিল ২ দাম কত

বাংলাদেশের যেকোনো ফার্মেসীতে বা দোকানে আপনি বায়োমিল ২ পেয়ে যাবেন। বায়োমিল ১ ও বায়োমিল ২ এর দাম প্রায় একই। চলুন বায়োমিল ২ এর সম্ভাব্য দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
পরিমাণদাম
১৮০ গ্রাম২২৫ টাকা
৩৫০ গ্রাম৪৭০ টাকা
৪০০ গ্রাম৫৮০ টাকা
১০০০ গ্রাম (১ কেজি)১৬০০ টাকা

উপরে উল্লেখিত বায়োমিল ২ এর ১ কেজির প্যাকেটটি সচরাচর বাংলাদেশের বাজারে পাওয়া যায় না। এছাড়া অন্যান্য যে সব প্যাকেট আছে তা সবগুলোই সব সময় পাওয়া যায়। বাচ্চার জন্য যেকোনো দুধ ঔষধ কিংবা যেকোনো ধরনের পণ্য ক্রয় করার পূর্বে অবশ্যই তার গুণগত মান, উৎপাদনের তারিখ ও এর মেয়াদ উত্তীর্ণের তারিখ ভালোভাবে পর্যবেক্ষণ করে নেবেন।

বায়োমিল ২ এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রত্যেকটি শিশুরই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দূর্বল হয়ে থাকে। এজন্য তারা অতি দ্রুত অসুস্থ হয়ে পড়ে। বায়োমিল ২ এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু যখন আপনি আপনার বাচ্চাকে এটি নিয়মের বাইরে গিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন তখন এর বিভিন্ন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিবে।


আপনি যদি আপনার শিশুকে প্রয়োজনের তুলনায় বেশী পরিমাণে বায়োমিল ২ সহ অন্যান্য যেকোনো কিছু খাওয়ানোর চেষ্টা করেন তাহলে তা শিশুর জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। উদাহরণস্বরুপ, বমি হওয়া, বদহজম হওয়া, পাতলা পায়খানা হওয়া, অতিরিক্ত কান্না করা ইত্যাদি বিভিন্ন লক্ষণ দেখা দিবে। তাই সকল প্রকারের পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে সঠিক নিয়মে আপনার শিশুকে বায়োমিল ২ খাওয়ান।

বায়োমিল ৩ খাওয়ার নিয়ম

যেসব শিসুর বয়স ১ থেকে ২ বছর তাদের জন্য বায়োমিল ৩ তৈরি করা হয়েছে। একটি ১ থেকে ২ বছরের শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসকল পুষ্টি উপাদানের প্রয়োজন পড়ে সেসব পুষ্টি উপাদান সমৃদ্ধ দুধ হলো বায়োমিল ৩।

শূন্য থেকে ৬ মাস বয়সের শিশুদের জন্য বায়োমিল ১, যেসব শিশুর বয়স ৬ থেকে ১ বছর তাদের জন্য বায়োমিল ২ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। বয়স বাড়ার সাথে সাথে শিশুর খাবার ও পুষ্টির চাহিদাও বৃদ্ধি পেতে থাকে। তাই শিশুকে বায়োমিল ৩ খাওয়ানোর ক্ষেত্রেও নিয়মের পরিবর্তন হবে।


ডাক্তারের পরামর্শ অনুযায়ী কুসুম গরম পানিতে প্যাকেটের ভিতরে দেওয়া চামচের ১২ থেকে ১৩ চামচ বায়োমিল ৩ নিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। দুধ পানির সাথে মেশানোর ক্ষেত্রে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন দুধের মধ্যে গুড়া গুড়া ভাব না থাকে।

মূলত দেড় বছর পার হয়ে গেলে শিশুকে বায়োমিল ৩ সহ অন্যান্য যেকোনো ধরণের দুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে না। আপনি যদি দেড় বছরের বেশী বয়সের বাচ্চাকে বায়োমিল ৩ দুধ খাওয়াতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন। অন্যথায় বায়োমিল ৩ খাওয়ানোর ফলে আপনার শিশুর ক্ষতি হতে পারে।

বায়োমিল ৩ দাম কত

বায়োমিল ৩ এর দাম নির্ধারণ হয় এর প্যাকেট এর পরিমাণ এর ওপর। বাংলাদেশের বাজারে কয়েক ধরনের প্যাকেটে বায়োমিল ৩ পাওয়া যায়। নিচে বায়োমিল ৩ এর দাম দেওয়া হলোঃ
পরিমাণদাম
১৮০ গ্রাম২৫০ টাকা
৩৫০ গ্রাম৪৭০ টাকা
৪৫০ গ্রাম৫৮০ টাকা
১০০০ গ্রাম (১ কেজি)১৪০০ টাকা
বাজার থেকে বায়োমিল ৩ কেনার সময় অবশ্যই এর গুণগত মান, উৎপাদনের তারিখ ও এর মেয়াদ উত্তীর্ণের তারিখ ভালোভাবে দেখে নিবেন। আপনার বাচ্চাকে বায়োমিল ৩ খাওয়ানোর পূর্বে অবশ্যই এটির খাওয়ানোর নিয়মাবলী খুব ভালোভাবে জেনে নিবেন। খাওয়ানোর নিয়ম সম্পর্কে জানতে একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন অথবা বায়োমিল ৩ এর প্যাকেটে দেওয়া নিয়মাবলী দেখে আপনার বাচ্চাকে বায়োমিল ৩ খাওয়ান।

বায়োমিল কোম্পানি

যেসব বাচ্চারা জন্মের পর তাদের মায়ের বুকের দুধ খেতে পারে না সে সব বাচ্চার মায়ের দুধের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য বায়ো মিল প্যাকেটজাত দুধ তৈরি করে বাজারজাত করে থাকে। বায়োমিল এর প্রধান অফিস বেলজিয়ামে অবস্থিত। বাংলাদেশের বাজারে বাংলাদেশে জন্মগ্রহণকৃত শিশুদের দুধের পুষ্টির চাহিদা পূরণ করার লক্ষ্যে এটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে তাদের প্রস্তুতকৃত দুধ সরবরাহ করে আসছে।


বায়োমিল কোম্পানি শূন্য থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুদের দুধের পুষ্টির চাহিদা মেটাতে পাউডার দুধ প্রস্তুত করে আসছে। বাংলাদেশের নরসিংদীতে বায়োমিল কোম্পানির একটি শাখা রয়েছে। বিশ্বের প্রায় .৩৫ টি দেশের শিশুদের মায়ের দুধের বিকল্প পুষ্টির উৎস হিসেবে চল্লিশ বছর ধরে অভিজ্ঞতার সাথে তারা তাদের প্রস্তুতকৃত দুধ সরবরাহ করে আসছে।

লেখকের মন্তব্য

মায়ের দুধের বিকল্প হিসেবে এসব দুধ খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে খাওয়াবেন। বাচ্চাকে যেকোনো ঔষধ বা দুধ খাওয়ানোর পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ করে সঠিক নিয়ম অনুযায়ী খাওয়াবেন।

এই আর্টিকেলটিতে বায়োমিল ২ ও বায়োমিল ৩ খাওয়ার নিয়ম ও বানানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই সাথে এই দুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আশা করছি সম্পূর্ণ আর্টিকেলটি আপনার ভালো লেগে। আর্টিকেল সম্পর্কিত কোন তথ্য বা মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন এবং তাদের কেউ এ সম্পর্কে সঠিক তথ্য জানতে সহায়তা কর। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়য়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনার করা প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url