চিরতরে মেছতা দূর করার উপায় - পুরুষের মেছতা দূর করার ক্রিম
মেছতার সমস্যা নিয়ে আমরা একটু বেশী দৌড়া-দৌড়ি করে থাকি। কারণ এটি আমাদের মুখের ত্বকে দেখা দেওয়ার ফলে এটি আমাদের মুখের সৌন্দর্যকে একেবারেই নষ্ট করে ফেলে। মেছতা ভালো করার জন্য আমরা বিভিন্ন জনের কাছে গিয়ে পরামর্শ নিয়ে সেটি অবলম্বন করার চেষ্টা করে থাকি।
প্রিয় পাঠক, আপনি কি মেছতার সমস্যা নিয়ে ভুগছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার পর আপনার মেছতার সমস্যার অনেকটা সমাধান হবে আশা করা যায়। এই আর্টিকেলটিতে মেছতা দূর করার বিভিন্ন উপায় সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। সেইসাথে পুরুষের মেছতা দূর করার ক্রিমের নাম উল্লেখ করা হয়েছে। আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
চিরতরে মেছতা দূর করার উপায়
মেছতা মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। তাই মেছতা দূর করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে পরামর্শ নিয়ে থাকি। মেছতা দূর করার জন্য যেসকল পদ্ধতিগুলো রয়েছে সেগুলো অবলম্বন করার পূর্বে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার ত্বকের জন্য ওই পদ্ধতি টা কতটা কার্যকরী হবে বা পদ্ধতি টা অবলম্বন করা যাবে কিনা। মুখের মেছতা চিরতরে দূর করার যেসকল উপায় রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
অ্যালোভেরাঃ মুখের বা শরীরের যেকোনো জায়গার মেছতার দাগ দূর করার জন্য অ্যালোভেরা বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া এটি আপনার মুখের অন্যান্য সমস্যা যেমন ব্রন দূর করতেও সহায়তা করে থাকে।
মুলতানি মাটিঃ ত্বকের বিভিন্ন ছোট-বড় সমস্যা সমাধানে মুলতানি মাটির ব্যাবহার খুব পরিচিত। এটি আমাদের ত্বকের মৃত চামড়া পরিষ্কার করতে সাহায্য করে থাকে। মুলতানি মাটির ফেসপ্যাক বানিয়ে মুখের ত্বকে ব্যাভার করলে এটি আপনার মুখের মেছতার দাগ দূর করার জন্য সাহায্য করবে।
টক দইঃ রুপচর্চা করার জন্য টক দই বেশ পরিচিত একটি উপাদান। কারণ এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া সরাসরি আমাদের ত্বকের নিচে গিয়ে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে থাকে। টক দইয়ের সাথে মধু মিশিয়ে ত্বকের যে স্থানে মেছতার দাগ রয়েছে সেখানে নিয়মিত লাগালে মেছতার দাগ দূর হয়ে যায়।
টমেটোঃ টমেটোতে থাকা অ্যান্টিওক্সিডেন্ট আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এটি আপনার ত্বকের মেছতার দাগ দূ রকরার ক্ষেত্রেও সাহায্য করবে। আপনার ত্বকের মেছতার দাগ দূর করার জন্য আপনি টমেটো ব্যাবহার করতে পারেন।
আলুর রসঃ আলুর রস আমাদের ত্বকে থাকা মেছতার দাগ দূর করার জন্য সহায়তা করে থাকে। নিয়মিত আলুর রস ব্যাবহারে মেছতার দাগ সহ চোখের নিচের কালো দাগ, ব্রণের দাগ দূর হয়ে যায়।
প্রিয় পাঠক, উপরোক্ত পদ্ধতিগুলো নিয়মিত অবলম্বন করার মাধ্যমে আপনি চিরতরে মেছতার দাগ হতে মুক্তি পেতে পারবেন।
পুরুষের মেছতা দূর করার উপায়
শুধু যে নারীদের মুখেই মেছতার দাগ দেখা দেয় এরকমটা নয়। নারীদের পাশাপাশি পুরুষের ত্বকেও মেছতা দেখা দিতে পারে। অনেক সময় পুরুষের শরীরে হরমোনের তারতম্যের কারণে মেছতার দাগ দেখা দেয়। নারীদের তুলনায় পুরুষের ত্বক অনেকটাই শুষ্ক হয়ে থাকে তাই পুরুষের ত্বকের মেছতা দূর করার জন্য কোনো প্রকারের রাসায়নিক পদার্থ যেমন- ক্রিম, সিরাম ইত্যাদি ব্যাবহারে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। তাই পুরুষের মেছতা দূর করার উপায় হিসেবে ঘরোয়া উপায়সমূহই অবলম্বন করা উচিত।
পুরুষের মেছতা দূর করার জন্য লেবুর রস বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। লেবুর রসের সাথে অল্প সামান্য পরিমাণ ভিনেগার মিশিয়ে ত্বকের যে স্থানে মেছতার দাগ রয়েছে সেই স্থানে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখতে হবে। এরপর তা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এভাবে নিয়মিত ব্যাবহার করার ফলে আপনার ত্বকের মেছতার দাগ দূর হতে থাকবে।
কমলায় থাকা ভিটামিন সি ও অ্যান্টিওক্সিডেন্ট মেছতার দাগ দূর করতে সাহায্য করে থাকে। পুরুষের ত্বকের মেছতার দাগ দূর করার জন্যও এটি সাহায্য করে থাকে। এজন্য প্রথমে কমলা লেবুর খোসা ভালোভাবে মিহি করে ব্লেন্ড বা বেটে নিতে হবে। তারপর এর সাথে ২ চামচ মধু মিশিয়ে আক্রান্ত স্থানে ২০ মিনিট লাগিয়ে রেখে তা শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এই নিয়ম অনুসরণ করে নিয়মিত ব্যাবহার করলে খুব দ্রুততার সাথে মেছতার দাগ দূর হয়।
মেছতা দূর করার হোমিও ঔষধ
মেছতা দূর করার বিভিন্ন ঘরোয়া উপায় সম্পর্কে আর্টিকেলের উপরের অংশে আলোচনা করা হয়েছে। মেছতা দূর করার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন উপায়সমূহ আমরা অবলম্বন করে থাকি। আর্টিকেলের এই অংশে মেছতা দূর করার হোমিও ঔষধ সম্পর্কে বলা হয়েছে। আপনি যদি আপনার ত্বকের মেছতা দূর করার জন্য হোমিও ঔষধ সেবন করতে চান তাহলে নিচে দেওয়া হোমিও ঔষধগুলো সেবন করতে পারেন। যাইহোক তাহলে চলুন মেছতা দূর করার হোমিও ঔষধ সমূহের নাম জেনে নেওয়া যাক।
- সালফার
- এন্টিম ক্রড
- হিপার সালফার
- সাইলিসিয়া
- সিলিকা
- গ্রাফাইটিস
ত্বকের মেছতা দূর করার জন্য উপরোক্ত হোমিও ঔষধগুলো সেবন করার পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকেন। তবে সকল ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। অন্যথায় হিতে বিপরীত হয়ে যেতে পারে।
পুরুষের মেছতা দূর করার ক্রিম
নারীদের পাশাপাশি পুরুষের ত্বকেও মেছতা হতে পারে। তবে মেছতার দাগ দূর করার ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষের একটু বেশী সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ, বেশীরভাগ পুরুষের ত্বক শুষ্ক হয়ে থাকে। ভুল পদ্ধতি অবলম্বন করার ফলে ত্বকে বিভিন্ন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
তবে পুরুষের ত্বকের মেছতা দূর করার ক্ষেত্রে ক্রিমের তুলনায় যেসব ঘরোয়ে পদ্ধতিগুলো রয়েছে সেগুলা অবলম্বন করার মাধ্যমে বেশি সুফল পাওয়া যায়। পুরুষের মেছতা দূর করার জন্য যেসব ঘরোয়া পদ্ধতি রয়েছে সেগুলো সম্পর্কে এই আর্টিকেলের উপরের অংশে আলোচনা করা হয়েছে।
আপনি যেহেতু মেছতা দূর করার ক্রিম সম্পর্কে জানতে চেয়েছেন সেহেতু ডাক্তারেরা সাধারণত পুরুষের মেছতা দূর করার জন্য যেসব ক্রিম ব্যাবহার করার পরামর্শ দিয়ে থাকেন সেগুলো হলোঃ
- Hydroo 2% Cream
- Mela care Cream
- Betavet-N Cream
- Hydroquinone Cream
- Melanyc Cream
লেখকের মন্তব্য
মানবদেহের মধ্যে সবচেয়ে সেনসিটিভ বা কোমল ত্বক হলো মুখের অংশের ত্বক। খুব সামান্য একটি ভুলের কারণে আমাদের ত্বকের মধ্যে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিতে পারে। তাই মুখে কোনো কিছু করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ব্যাক্তির বা ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত।
প্রিয় পাঠক এই আর্টিকেলটিতে নারী ও পুরুষ উভয়েরই ত্বকের মেছতার দাগ দূর করার জন্য বিভিন্ন ধরণের ঘরোয়া পদ্ধতি, ক্রিম ও হোমিও ঔষধের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর্টিকেলে যেসব পদ্ধতি সম্বন্ধে বলা হয়েছে সেগুলো অবলম্বন করার মাধ্যমে আপনি আপনার মেছতার দাগ দূর করতে পারবেন।
আর্টিকেলটি সম্পর্কিত কোনো তথ্য জানার জন্য বা কোনো মতামত জানাতে নিচে কমেন্ট করুন। আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচিত ব্যাক্তিদের সাথে শেয়ার করুন।ধন্যবাদ।
আমাদের ওয়য়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনার করা প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url