মাদার হরলিক্স খাওয়ার নিয়ম ও বানানোর নিয়ম
গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্বাস্থ নিশ্চিত করতে হলে পরিমিত সুষম পুষ্টিকর খাবার খাওয়ার কোনো বিকল্প নেই। গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়ের যত্নে কোনো ত্রুটি থাকলে পরবর্তীতে মা ও শিশুর স্বাস্থঝুকি দেখা দিতে পারে। মা ও শিশুর স্বাস্থঝুকি এড়াতে অনেকেই গর্ভাবস্থায় মাদার হরলিক্স খেয়ে থাকেন।
কিন্তু আমরা অনেকেই আছি যারা মাদার হরলিক্স খাওয়ার নিয়ম সম্পর্কে জানিনা। প্রিয় পাঠক আজকেই এই আর্টিকেলটিতে মাদার হরলিক্স বানানোর নিয়ম ও মাদার হরলিক্স খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও আর্টিকেলটিতে কখন মাদার হরলিক্স খেতে হয় ও মাদার হরলিক্স এর দাম উল্লেখ করা হয়েছে। তাহলে চলুন এ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
মাদার হরলিক্স কখন খেতে হয়
গর্ভবতী মায়ের পুষ্টি চাহিদা মেটাবার উদ্দেশ্যে মাদার হরলিক্স খাওয়ানো হয়। কিন্তু মাদার হরলিক্স কখন খেতে হয় তা অনেকেরই জানা নেই। বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থায় মাদার হরলিক্স খাওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। অর্থাৎ গর্ভকালীন সময়ে যে মাদার হরলিক্স খাওয়াই লাগবে এরকম কোনো কথা নেই। গর্ভবতী মায়ের সুস্বাস্থের জন্য প্রাকৃতিক ফল, শাক-সবজি তথা সুষম পুষ্টিকর খাবার খাওয়ানোই উত্তম।
কোনো গর্ভবতী মা যখন কোনো কারণবশত তার স্বাভাবিক খাবার খেতে পারেন না তখন তাকে তার পুষ্টি চাহিদা মেটানোর জন্য মাদার হরলিক্স খাওয়ানো হয়। একজন গর্ভবতী মা তার দৈনন্দিন খাবারের পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট হিসেবে মাদার হরলিক্স খেতে পারেন। গর্ভধারণের শুরু থেকেই মাদার হরলিক্স খাওয়া যায়। মাদার হরলিক্স কখন খেতে হয় তা জানতে চাইলে বেশিরভাগ ডাক্তাররা গর্ভধারণের তিন মাস অতিক্রম করার পর থেকে মাদার হরলিক্স খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
মাদার হরলিক্স বানানোর নিয়ম
গর্ভাবস্থায় মায়ের পুষ্টি চাহিদা পূরণ করার লক্ষ্যে মাদার হরলিক্স খাওয়ানো হয়। একজন নারীর জন্য গর্ভকালীন সময়টা বেশ সেনসিটিভ সময়। কারণ এই সময়ে করা ছোট্ট একটা ভুলের কারণে গর্ভবতী মা ও সন্তানের জীবন ঝুকিতে পড়তে পারে। তাই মাদার হরলিক্স খাওয়ানোর ক্ষেত্রেও আমাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।
সঠিক নিয়ম না মেনে, সঠিক ভাবে মাদার হরলিক্স বানানোর নিয়ম না জেনে কখনোই মাদার হরলিক্স বানানো বা খাওয়া উচিন নয়। মাদার হরলিক্স বানানোর নিয়ম সম্পর্কে মাদার হরলিক্সের প্যাকেটে যে নিয়ম-কানুন লিখা থাকে তা অনেকেই বুঝতে পারে না। তাই আপনাদের সুবিধার্থে আর্টিকেলের এই অংশে মাদার হরলিক্স বানানোর নিয়ম সহজভাবে তুলে ধরা হয়েছে।
মাদার হরলিক্স বানানোর জন্য প্রথমেই একটি গ্লাস নিয়ে তাতে গরম দুধ নিন। অনেকেই আছেন যারা গরম পানিতে মিশিয়েও মাদার হরলিক্স খাওয়ানোর কথা বলে থাকেন। তবে মাদার হরলিক্সের সর্বোত্তম কার্যকারিতা লাভের জন্য গরম দুধের সাথে মিশিয়ে খাওয়াটাই উত্তম। গরম গরম এক গ্লাস দুধের সাথে ২৫ থেকে ৩০ গ্রাম অর্থাৎ দুই থেকে তিন চামচ মাদার হরলিক্স ভালোভাবে মিশিয়ে নিন। ব্যাস আপনার মাদার হরলিক্স খাওয়ার জন্য প্রস্তুত।
মাদার হরলিক্স খাওয়ার নিয়ম
দৈনন্দিন খাবারের পাশাপাশি এক্সট্রা পুষ্টির জন্য গর্ভাবস্থায় মাদার হরলিক্স খাওয়ানো হয়ে থাকে। যেহেতু এটি একটি ফুড সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া হয় এবং এটি কোনো প্রাকৃতিক খাবার নয় কৃত্তিম্ভাবে প্রস্তুত করা হয়েছে তাই মাদার হরলিক্স নিয়ম অনুযায়ী খাওয়ার কোনো বিকল্প নেই। মাদার হরলিক্স খাওয়ার নিয়ম সম্পর্কে না জেনে এটি মোটেও খাওয়া উচিত নয়। গর্ভাবস্থায় মাদার হরলিক্স খাওয়ার উপকারিতা যেমন আছে পাশাপাশি সঠিক নিয়ম না মানলে মাদার হরলিক্স খাওয়ার অপকারিতা দেখা দিতে পারে।
মাদার হরলিক্স খাওয়ার নিয়ম সম্পর্কে ডাক্তারের কাছে জানতে চাইলে তারা বলেন, প্রতিদিন একবার থেকে দুইবার খাওয়া উচিত। তবে দুইবারের বেশী খাওয়া একেবারেই উচিত নয়, অন্যথায় এর বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। প্রতিদিন সকালে নাস্তায় অথবা রাতে ঘুমানোর আগে মাদার হরলিক্স খেতে পারেন।
মাদার হরলিক্স এর দাম
বাংলাদেশের বাজারে প্রায় সকল ফার্মেসি ও মুদি দোকান গুলোতে মাদার হরলিক্স পাওয়া যায়। কারণ বর্তমানে প্রায় সকল দম্পতিই গর্ভকালীন সময়ে মাদার হরলিক্স খাওয়ানোর প্রতি আগ্রহ প্রকাশ করে থাকে। তাই এটি প্রায় সকল দোকানেই পাওয়া যায়। মাদার হরলিক্স এর সঠিক দাম না জানার কারণে মাদার হরলিক্স কেনার সময় আমরা প্রতারিত হই। তাই আর্টিকেলের এই অংশে মাদার হরলিক্স এর দাম ছক আকারে উল্লেখ করা হলোঃ
পরিমাণ | মূল্য |
৩৫০ গ্রাম | ৫০০ টাকা |
৫০০ গ্রাম | ৯০০ টাকা |
লেখকের মন্তব্য
গর্ভবতী মায়ের গর্ভকালীন পুষ্টি চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক খাবার যেমন, বিভিন্ন ধরণের শাক-সবজি, রঙিন ফল, দুধ, ডিম ইত্যাদি খাওয়ার বিকল্প নেই। এসকল খাবার খাওয়ার মাধ্যমেই গর্ভবতী মা ও গর্ভের বাচ্চার সুস্বাস্থ নিশ্চিত করা সম্ভব। তাই পুষ্টি চাহিদা পূরণ করার উদ্দেশ্যে বাড়তি টাকা খরচ করা উচিত না।
প্রিয় পাঠক, আশা করছি আর্টিকেলটি পড়ে আপনি মাদার হরলিক্স কখন খেতে হয়, মাদার হরলিক্স খাওয়ার নিয়ম ও মাদার হরলিক্স বানানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। আর্টিকেল সম্পর্কিত কোনো তথ্য বা মতামত জানতে বা জানাতে নিচে কমেন্ট করুন। আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।
আমাদের ওয়য়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনার করা প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url