নোরিক্স ট্যাবলেট খেলে কি হয় - নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম
বিবাহিত দম্পতির অপরিকল্পিত ও অনিরাপদ সহবাস করার পর জন্মনিরোধক হিসেবে অনেকেই অনেক ধরণের পদ্ধতি অবলম্বন করে থাকেন। তাদের মধ্যে বর্তমানে জন্মনিরোধক হিসেবে নোরিক্স ট্যাবলেট বেশ পরিচিত একটি ট্যাবলেট। অনেকেই এটিকে ইমার্জেন্সি পিল হিসেবেও চিনে।
কিন্তু অনেক নতুন দম্পতি আছেন যারা এই নোরিক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিতভাবে জানেন না। তাই এই আর্টিকেলটিতে নোরিক্স ট্যাবলেট সম্পর্কিত সকল তথ্য যেমন, নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম, নোরিক্স ট্যাবলেট খেলে কি হয়, নোরিক্স ট্যাবলেট এর দাম কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনো যোগ সহকারে পড়ুন।
নোরিক্স ট্যাবলেট - Norix Tablet
নোরিক্স ট্যাবলেট হলো একটি হরমোনাল ঔষধ। এটি মূলত ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ করতে সাহায্য করে থাকে। অর্থাৎ অনিরাপদ মিলনের পর অনাকাঙ্খাখিত বাচ্চা আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকে। এটি নারীর শরীরের হরমোনকে প্রভাবিত করে এবং নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে প্রতিস্থাপিত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকে। কিন্তু যাদের নিষিক্ত ডিম্বাণু ইতিমধ্যেই জরায়ুতে প্রতিস্থাপিত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেট কোনো কাজ করবে না।
নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম
অপরিকল্পিত জন্ম এড়াতে প্রত্যেক দম্পতি নোরিক্স ট্যাবলেট এর ব্যাবহার করে থাকেন। তবে নোরিক্স ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা পাওয়ার জন্য এটি সঠিক নিয়মে ও সঠিক সময়ে খেতে হবে। আমরা অনেকেই আছি যারা নোরিক্স ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানি না। আর তাই জন্মনিরোধক পিল বা ট্যাবলেট খাওয়ার পরেও এর কোনো কার্যকারিতা পাওয়া যায় না।
নোরিক্স ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা পাওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটি খেতে হবে। অনিরাপদ সহবাসের তিন দিনের মধ্যেই এই ট্যাবলেটটি খেতে হবে তবেই এই অনাকাঙ্খাখিত জন্ম এড়ানো সম্ভব। কারণ এটি নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে প্রতিস্থাপিত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকে। আর তিন দিন পার হয়ে গেলে এই সময়ের মধ্যে নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে প্রতিস্থাপিত হয়ে যায়।
আপনি যদি নোরিক্স ট্যাবলেট এর কার্যকারিতা বা নোরিক্স ট্যাবলেট খেলে কি হয় তা সম্পর্কে বিস্তারিত বুঝতে পারেন তাহলেই আপনি খুব সহজেই নোরিক্স ট্যাবলেট কখন খেতে হবে বা নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
নোরিক্স ট্যাবলেট খেলে কি হয়
গর্ভনিরোধক ট্যাবলেট হিসেবে নোরিক্স ট্যাবলেটটি অনেক পরিচিত একটি ট্যাবলেট তাই আমরা সকলেই জানি যে এটি একটি জন্মনিরোধক পিল। কিন্তু আমরা অনেকেই আছি যারা এটা জানিনা যে এই নোরিক্স ট্যাবলেট খেলে কি হয়। আর্টিকেলের এই অংশে নোরিক্স ট্যাবলেট খেলে নারীর শরীরের মধ্যে আসলে কি হয় তা সম্পর্কে জানবো।
আপনি নিশ্চয়ই জানেন যে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে প্রতিস্থাপিত হওয়ার মাধ্যমে একজন নারী গর্ভধারণ করে থাকেন। এখন যদি কোনো উপায়/পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে প্রতিস্থাপন হওয়া থেকে বিরত রাখা যায় সেক্ষেত্রে নারী আর গর্ভধারণ করবে না।
মূলত অনিরাপদ সহবাস করার পর নোরিক্স ট্যাবলেট খাওয়ার ফলে নারীর শরীরে হরমোনাল পরিবর্তন হয়ে থাকে। যার ফলে নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে প্রতিস্থাপন হওয়া থেকে বাধা সৃষ্টি করে থাকে। ফলস্বরূপ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আশা করছি নোরিক্স ট্যাবলেট খেলে কি হয় এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।
নোরিক্স ট্যাবলেট মাসে কয়টা খাওয়া যায়
জন্মনিরোধক ট্যাবলেট হিসেবে বিভিন্ন ধরণের ট্যাবলেট পাওয়া যায়। আর এসকল ট্যাবলেটের প্রত্যেকটিরই আলাদা আলাদা নিয়ম-কানুন রয়েছে। তবে মনে রাখবেন এসকল জন্মনিরোধক ট্যাবলেট খাওয়ার পূর্বে অবস্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন। কারণ সঠিক নিয়ম না মেনে নোরিক্স ট্যাবলেট সহ অন্যান্য ট্যাবলেট খাওয়ার ফলে এর বিভিন্ন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
আরও পড়ুনঃঃ ছেলে সন্তান হওয়ার লক্ষণ সমূহ - নাভি দেখে সন্তান বুঝার উপায়
নোরিক্স ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমরা অনেকেই আছি যারা মাসে কয়টা নোরিক্স ট্যাবলেট খাওয়া যায় তা না জেনেই এটি খেয়ে থাকি। যার কারণে পরবর্তীতে বিভিন্ন ধরণের সমস্যায় ভুগি। অনিয়ন্ত্রিত বা অপরিকল্পিত গর্ভনিরোধ করার জন্য মাসে একবারের বেশী নোরিক্স ট্যাবলেট খাওয়া একেবারেই উচিত নয়। একাধিকবার নোরিক্স ট্যাবলেট খাওয়ার ফলে পরবর্তীতে বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হতে পারেন।
নোরিক্স ট্যাবলেট এর দাম কত - Norix tablet price in Bangladesh
বাজারে বিভিন্ন ধরণের জন্মনিরোধক পিল বা ট্যাবলেট পাওয়া যায়। তাদের মধ্যে নোরিক্স ট্যাবলেটটি বেশ জনপ্রিয় ও কার্যকরী। নোরিক্স ট্যাবলেট এর দাম কত তা জানার আগে এটি জেনে রাখুন যে বাজারে দুই ধরণের নোরিক্স ট্যাবলেট রয়েছে। যথা-
- Norix (0.75mg)
- Norix 1 (1.5mg)
এদের কোম্পানি একই পার্থক্য শুধু এদের পরিমাণের। Norix (0.75mg) তে দুইটি ট্যাবলেট থাকে এবং Norix 1 (1.5mg) তে একটিমাত্র ট্যাবলেট থাকে। এই দুই ধরণের নোরিক্স এর দামও একই ৬০ টাকা*। আপনার নিকটস্থ যেকোনো ফার্মেসীতে এই নোরিক্স ট্যাবলেটটি পেয়ে যাবেন।
লেখকের মন্তব্য
বর্তমানে অনিরাপদ সহবাসের পর জন্মনিরোধক ট্যাবলেট খাওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এই জন্মনিরোধক ট্যাবলেট খাওয়ার বিভিন্ন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। তাই নোরিক্স ট্যাবলেট বা অন্যান্য যেকোনো ধরণের ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত।
প্রিয় পাঠক, আশা করছি আর্টিকেলটি পড়ে আপনি নোরিক্স ট্যাবলেট খেলে কি হয় তা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এছাড়াও নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম, নোরিক্স ট্যাবলেট মাসে কয়টা খাওয়া যায় ও নোরিক্স ট্যাবলেট এর দাম কত তা জানতে পেরেছেন। আর্টিকেল সম্পর্কিত কোনো তথ্য বা মতামত জানতে বা জানাতে নিচে কমেন্ট করুন।
আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এবং তাদেরকেও এই বিষয়ে সতর্ক করুন। ধন্যবাদ।
আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এবং তাদেরকেও এই বিষয়ে সতর্ক করুন। ধন্যবাদ।
আমাদের ওয়য়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনার করা প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url