হলুদ দাঁত সাদা করার ঘরোয়া উপায়

হলুদ দাঁত সাদা করার ঘরোয়া উপায় গুলো আমদের জানা প্রয়োজন। আমাদের একটি মূল্যবান সম্পদ । দাঁতের সৌন্দর্য আমাদের আরো আকর্ষণীয় করে তুলে। কিন্তু সঠিক সময়ে সঠিক যত্নের অভাবে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে।
যেমন চা কফি থেকে শুরু করে বিভিন্ন খাবারের কারণে দাঁতে হলুদ ভাব দেখা যায়। কিন্তু আমরা কিছু উপায় মেনে চললে এবং সঠিকভাবে যত্ন নিলে দাঁতের হলুদ ভাব দূর করা সম্ভব। হলুদ দাঁত সাদা করার ঘরোয়া উপায় গুলো নিচে দেওয়া হলোঃ
  • কলার খোসা: হলুদ দাঁত সাদা করার ঘরোয়া উপায় হিসেবে কলার খোসা ব্যবহার করতে পারি । কলার খোসা দাঁতের দাগ দূর করতে সাহায্য করে। কলা খোসা দিয়ে দাঁত ভালোভাবে ঘষে নিন এরপর দাঁত পরিষ্কার করে ফেলুন ।
  • লবণ এবং সরিষার তেল: লবণ ও সরিষার তেল একসাথে মিশিয়ে মাজনের মত করে দাঁতে ঘষুন। এরপর পানি দিয়ে ভালো মতো ধুয়ে ফেলুন । মাঝেমধ্যে এভাবে ব্যবহার করলে দাঁতের হলুদ ভাব দূর হয়ে যাবে।
  • নারকেল তেল: হলুদ দাঁত সাদা করার ঘরোয়া উপায় হিসেবে নারকেল তেল অনেক কার্যকরী।  সপ্তাহে দুই থেকে তিনবার নারকেল তেল দিয়ে ভালোভাবে দাঁত ঘষুন। এতে করে কিছুদিন এই আপনার দাঁতের হলুদ ভাব দূর হয়ে যাবে। 

ভূমিকা

দাঁত আমাদের অতি মূল্যবান একটি সম্পদ । দাঁত থাকতে আমরা দাঁতের মূল্য না বুঝেও দাঁত হারিয়ে যাওয়ার পর সেটার মূল্য আমরা ভালো মতোই বুঝি। আমাদের হাসির সৌন্দর্য দাঁতে প্রকাশ পায়। দাঁতের সময় মত যত্ন না নিলে এক সময় আমরা তা হারিয়ে ফেলি বা নষ্ট হয়ে যায় । দাঁত যে শুধু আমাদের সৌন্দর্যের প্রকাশ পায় ঠিক এমনটা নয় দাঁতের আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কথা বলতে খেতে যে দাঁত আমাদের কতটা কাজে আসে যাতে দাঁত নেই শুধুমাত্র তারাই বুঝে। এইজন্য আমাদের অবশ্যই নিয়মিত দাঁতের যত্ন নেয়া উচিত। দাঁতের যত্ন নেয়ার জন্য বিভিন্ন রকম উপায় ও পদ্ধতি রয়েছে। যেগুলো মেনে চললে আমরা ঠিকঠাক মত আমাদের তাদের যত্ন নিতে পারব। এছাড়া অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার দাঁতের জন্য ক্ষতিকর।

এইসব জাতীয় খাবার কম খাওয়াটাই উত্তম পাশাপাশি নিয়মিত দাঁত পরিষ্কার করতে হবে। দিনে দুইবার দাঁত পরিষ্কার করাটাই ভালো, সকালে খাবার আগে এবং রাতে খাবার পরে অবশ্যই ভালো মতো দাঁত পরিষ্কার করতে হবে। আমরা ব্রাশ কিংবা মেসওয়াক ব্যবহার করতে পারি। হলুদ দাঁত সাদা করার ঘরোয়া উপায় গুলো ব্যবহার করাই সর্বোত্তম । এতে করে তাদের কোন ক্ষতি হয় না।

দাঁতের কালো পাথর দূর করার উপায়

দীর্ঘদিন যাবত দাঁতের যত্ন না নিলে দাঁতের হলুদ ভাব সহ কালো পাথর জমাট বাঁধে । এইসব ময়লা চাইলেও খুব সহজে পরিষ্কার করা যায় না । আমরা ইতিমধ্যে উপরে আলোচনায় হলুদ দাঁত সাদা করার ঘরোয়া উপায় গুলো জেনেছি। এইখানে দাঁতের কালো পাথর দূর করার উপায় গুলো জানবো। দাঁতের কালো ভাব দূর করার জন্য বেশ কিছু উপায়ে রয়েছে।যেগুলো আমরা ব্যবহারে আমাদের দাঁতে কালো পাথর দূর করতে পারি। দাঁতের কালো পাথর দূর করার উপায় গুলো নিচের বিস্তারিত দেওয়া হলঃ

  • বেকিং সোডা এবং লবণঃ ব্রেকিং সোডা এবং লবণ অল্প পরিমাণে একসাথে মিশিয়ে ব্রাশ দিয়ে ভালোমতো পরিষ্কার করুন এটা দাঁতের পাথর দূর করতে সাহায্য করে । এটি এক থেকে দুই দিন পর পর ব্যবহার করলে আপনার দাঁতে কালো পাথর কমে যাবে।
  • অ্যালোভেরা এবং গ্লিসারিনঃ অ্যালোভেরা ও গ্লিসারিন মাঝেমধ্যে ব্যবহারে দাঁতের গোড়ালি সুস্থ ও পাথর জমাতে বাধা দেয় । এক চামচ অ্যালোভেরা এক চামচ গ্লিসারিন একসাথে ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিন মিনিট দাঁতে লাগিয়ে রাখুন। এইভাবে ব্যবহার করুন দেখবেন আপনার দাঁত সুস্থ এবং কালো পাথর জমা থেকে বিরত আছে ।
  • নিয়মিত দাঁত ব্রাশঃ নিয়মিত দিনে দুই বার দাঁত ব্রাশ করুন। সকালে ঘুম থেকে উঠার পর একবার এবং রাতে ঘুমানোর আগে একবার। প্রতিদিন নিয়মিত দাঁত ব্রাশ করলে আপনার দাঁত সুস্থ ঝকঝকে পরিষ্কার থাকবে।

দাঁত পরিষ্কার করার মেশিন

দাঁত পরিষ্কার করার মেশিন গুলো সাধারণত ইলেকট্রনিক হয়ে থাকে । সাধারণত বিভিন্ন ডেন্টাল কেয়ার গুলোতে দাঁতের ডাক্তারদের ব্যবহার করতে দেখা যায়। এগুলো দিয়ে সাধারণত দাঁতের কালো পাথর, দাঁতের হলুদ ভাব ইত্যাদি এগুলো পরিষ্কার করতে ব্যবহার করা হয়। এছাড়াও দাঁত পরিষ্কার করার কিছু মেশিন রয়েছে যেগুলো আমরা বাসা বাড়িতেই ব্যবহার করতে পারে। সেগুলো নিচে দেওয়া হলঃ

  • ইলেকট্রিক টুথব্রাশঃ ইলেকট্রিক টুথব্রাশ দেখতে সাধারণ টুথব্রাশ এই তুলনায় কিছুটা ভিন্ন । এগুলো দাঁত পরিষ্কার করায় ফাস্ট কাজ করে । এগুলো বিভিন্ন সিস্টেম রয়েছে যেগুলো জেনে আপনি বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন।
  • ওয়াটার ফ্লসারঃ ওয়াটার ফ্লসার এর কাজ হচ্ছে দ্রুত গতিতে পানি বের হয়ে দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা কে পরিষ্কার করে। এটি দাঁতের ফাঁকের ময়লা পরিষ্কার করতে বেশ কার্যকর ভূমিকা রাখে।
  • টুথ পলিশারঃ টুথ পলিশার এর কাজ হচ্ছে দাঁত চকচকে ঝকঝকে করা। তবে ইলেকট্রিক সরঞ্জাম ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে হলুদ দাঁত সাদা করার ঘরোয়া উপায় গুলো ব্যবহার করা উচিত।

দাঁতের দাগ দূর করার উপায়

দাঁতের অযত্নের কারণে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে । এছাড়াও পান, সিগারেট, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এর কারণে হয়ে থাকে । এই দাগগুলো দূর করতে বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ও চিকিৎসা রয়েছে। দাঁতের দাগ দূর করার উপায় গুলি লিখে দেয়া হলোঃ

  • দাঁতের সঠিক যত্নঃ দাঁত প্রতিদিন অবশ্যই নিয়মিত পরিষ্কার করতে হবে। দাঁতের সঠিক যত্নে অবশ্য দিয়ে দুইবার দাঁত ভালো ভাবে পরিষ্কার করা উচিত এবং নিয়মিত ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেয়া উচিত।
  • মেসওয়াকঃ দাঁতের দাগ দূর করার জন্য আমরা মেসওয়াক ব্যবহার করতে পারি। নিয়মিত মেসওয়াক ব্যবহারে আমাদের দাঁতের দাগ দূর করা সম্ভব। শুধু তাই নয় নিয়মিত মিসওয়াক ব্যবহার করলে দাঁতের গোড়ালিও দাগ থাকে সুন্দর ঝকঝকে।
  • নারকেল তেলঃ সপ্তাহে দুই থেকে তিনবার নারকেল তেল ব্যবহার করলে দাঁতে ময়লা ভাব দূর হয়।
  • দাঁতের পলিসিংঃ বছরে দুই থেকে তিন বার দাঁতের পালিশিং করালে দাঁত চকচকে ঝকঝকা হয়ে যাবে।

দাঁত পরিষ্কার করার সহজ উপায়

দাঁত পরিষ্কার রাখা আমাদের প্রতিদিনের কাজ। দিনে অত্যন্ত দুইবার ভালো মতো দাঁত পরিষ্কার করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর একবার এবং রাতে খাবার পরে একবার ভালো মতো দাঁত পরিষ্কার করে নিতে হবে। এছাড়াও আমরা মেসওয়াক ব্যবহার করতে পারি। নিয়মিত ব্যবহার করলে দাঁতের কালো ভাব ও হলুদ ভাব দূর হয়ে যাবে তাছাড়া দাঁত হবে চকচকে ঝকঝকে সুন্দর। তাছাড়া মেসওয়াক ব্যবহার করা সুন্নাহ। এটি হলুদ দাঁত ছাড়া করার ঘরোয়া উপায় গুলোর মধ্যে একটি।

আমরা মেসওয়াক হিসেবে খেজুরের কিংবা নিমের গাছের চিকন অংশ ব্যবহার করতে পারে। এছাড়াও পান, জদ্দা ,সিগারেট ও মিষ্টি জাতীয় খাবার থেকে বিরত থাকুন । এগুলো আপনার দাঁত খুব সহজেই নষ্ট করে ফেলবে । যেকোনো খাবার খাওয়ার পরপরই ভালোমতো পানি দিয়ে কুলি করে নিতে পারেন। এতে করে খুব সহজে আপনার দাঁতের কোনায় লুকিয়ে থাকা খাবার বের হয়ে যাবে যা পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণ হয়ে থাকে।

দাঁত সাদা করার প্রাকৃতিক উপায়

সুন্দর ও ঝকঝকে দাঁত আমাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে। অনেকের দাঁত অল্প বয়সে নষ্ট হয়ে যায়। দাঁতে কালো দাগ পড়া হলদে ভাব আসা ইত্যাদি সমস্যা দেখা দিয়ে থাকে। এগুলো প্রাকৃতিক ভাবে বিভিন্ন উপায়ে দাঁত সাদা করা যায় যা দাঁতের কোনো ক্ষতি করো না। এছাড়াও হলুদ দাঁত সাদা করার ঘরোয়া উপায় রয়েছে যেগুলো ব্যবহার করে আপনার দাঁতকে খুব সহজে সাদা করা সম্ভব। দাঁত সাদা করার কিছু প্রাকৃতিক উপায় নিচে দেওয়া হলঃ

  • কলার খোসাঃ কলার খোসা দাঁত সাদা করতে সহায়তা করে। কলার খোসা নিয়ে দাঁতের উপরে অংশ কিছুক্ষণ ভালো মতো ঘষুন, এরপর পানিতে ভালোমতো ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে আপনার দাঁতের ময়লা ভাব দূর করতে সহায়তা করবে এবং তার সাদা ও সুন্দর করে তুলবে।
  • ফল খাওয়াঃ প্রতিদিন একটি করে ফল খেতে পারেন যা আপনার ও পরিষ্কার রাখতে সহায়তা করবে। যেমন আপেল, গাজর,শসা ইত্যাদি।
  • পানি পান করাঃ প্রতিদিন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত। বিশেষ করে কোন কিছু খাবার পর পানি পান করতে ভুলবেন না। এটি আপনার মুখে থাকা অবশিষ্ট খাবার এর টুকরো দাঁতের ফাঁকে জমতে দেই না। যা একটা সময় দাঁতের বিভিন্ন সমস্যার কারণ হয়ে থাকে।

লেখকের মন্তব্য

দাঁত প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ। সুন্দর দাঁত আমাদের চেহারা সুন্দর্য বৃদ্ধি করে। যাদের দাঁত নেই একমাত্র তারাই বুঝে তাতে কি মর্ম। দাঁত যে শুধু সৌন্দর্য বৃদ্ধি করা ঠিক এমনটা নয়। এটি আমাদের কথা বলতে, খাবার খেতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের প্রতিদিন দাঁতের যত নেয়া উচিত।

প্রতিদিন দাঁতের যত্ন নিলে তাতে হলুদ ভাব কিংবা কালো পাথর এর হওয়ার সম্ভাবনা থাকে না। শুধু টুথব্রাশ নয় পাশাপাশি আমরা মেসওয়াকও ব্যবহার করতে পারি। প্রতিদিন মেসওয়াক ব্যবহার করলে থাক দূর হয়ে যায়। তাছাড়া ব্যবহার করা সুন্নাত। উপরে আমরা দাঁত পরিষ্কার সম্পর্কে যেসব ধারণা গুলো পেয়েছি।

সেগুলো ঠিকঠাক মত ব্যবহার করলে আশা করি আপনি আপনার সমাধান পেয়ে যাবেন। আসুন আমরা আমাদের যত্ন নি, আমাদের দাঁতের যত্ন নি। আর্টিকেলটি পড়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এইরকম আরো নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি রেগুলার ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়য়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনার করা প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url