বৃষ্টি নিয়ে নতুন কবিতা ক্যাপশন - দূর্নীতি নিয়ে নতুনসমূহ

কবিতা নতুন ক্যাপশন


বৃষ্টি নিয়ে কবিতা নতুন ক্যাপশন


     "বৃষ্টির দিনে"
লেখক: ফারহান খান
আকাশ থেকে নেমে এল যেন বৃষ্টি
    বাদল ছোঁয়ানো সেই দৃষ্টি,
ধোঁয়াচে ধোঁয়াচে ভরা বৃষ্টি যেন
মন ছুঁয়ে গেছে দিলে বাঁধা যেন।
সেই বৃষ্টিতে ভেজা তোমাকে যখন দেখি
মনে হয় যেন তোমাকে নিয়ে
বৃষ্টির ছবি আঁকি।
মনে গাঁথা আছে সেই তোমারি কথা
বৃষ্টিতে ভিজিতে ভিজিতে তোমারি দেখা।
কখন ও কখনও বৃষ্টি যেন আসে
বাদল ছোঁয়ানো শিশির ভেজা সেই ঘাসে।
যখন বৃষ্টি আসে তোমারি দেখা হয়
তাই বৃষ্টির কথা মনে মনে ভেবে যায় ।
কালো বাদল ছোঁয়া যখন ভেসে যায় আকাশে
মনটা যেন উড়ে গেল সেই বাতাসে
টাপুর টুপুর সেই বৃষ্টির দিন গুলি
মনে বাঁধা আছে যেন আজও ভুলিনি ওগুলি।
বৃষ্টির সেই নতুন দিনে,
তোমাকে খুজে পাই আমার মনে
ভালবাসার বাঁধন হয়ে থাকবে,
চিরকাল আমার মনে প্রাণে।

দূর্নীতি নিয়ে নতুন কবিতা সমূহ

"দূরনীতি"
লেখক: ফারহান খান
চারিদিয়ে শুধু দূরনীতির খেলা
প্রতিদিনই হয় দূরনীতি মেলা
চারিদিকে ছড়িয়ে আছে দূরনীতি
মানুষ কেন করে না এর অবনতি।
চায় না এখন দেশ আমার
চায় না এমন ভূমি
চায় না এমন দেশে থাকতে
সেকি আমার জন্ম ভূমি।
জানি না কোথা থেকে এসেছে এত দূরনীতি
আমরা সবাই মিলে করবো এর অবনতি,
দূরনীতি হবেই এবার শেষ
তাই জাগবে বাংলা দেশ।
দূরনীতি থাকবে না আর এই দেশে
তাই থাকবো মিলেমিশে
আমাদের স্বাধীন বাংলা দেশে।
স্বাধীন আমাদের দেশ
স্বাধীন এদেশের মানুষ
স্বাধীন এদেকের মাটি 
তাই স্বাধীন ভাবে থাকি।
এই দূরনীতি কে পায়ে খেলে
এগিয়ে যাবো দেশকে ভালোবেসে
আমার সোনার বাংলা দেশকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়য়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনার করা প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।

comment url