কিভাবে Binance থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবো
কিভাবে Binance থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন তা এই আর্টিকেলটি ভাল মত পড়লে বুজতে পারবেন। Binance থেকে বিকাশে টাকা ট্রান্সফার খুব সহজেই করা যায়। এর জন্য Binance এ ডলার
টি অবশ্যই Funding এ থাকা লাগবে।
যতগুলো ডলার বিক্রি করে বিকাশে টাকা নিতে চান ওই পরিমান ডলার অবশ্যই থাকা লাগবে। এরপর Home এ গিয়ে More অপশনে ক্লিক করতে হবে। এরপর P2P ক্লিক করতে হবে। এরপর Sell অপশন সিলেক্ট করুন।
এরপর Amount সিলেক্ট করুন কত টাকা উঠাতে চান এবং Payment Methods গিয়ে বিকাশ
অপশনটি সিলেক্ট করুন। তারপর আপনাকে সেলারের অ্যাকাউন্ট দেখাবে। এর মধ্যে ভালো
রিভিউ দেখে যে কোন একটি একাউন্ট সিলেক্ট করুন। কত ডলার সেল করতে চান সেটি সিলেক্ট
করুন এবং সিলেক্ট পেমেন্ট এগিয়ে আপনার বিকাশ নাম্বারটি দিন।
এরপর Place oder এ ক্লিক করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে সেলার আপনার বিকাশে আপনার
ডলার অনুযায়ী যত টাকা পাবেন তত টাকা পাঠিয়ে দিয়েছে। এরপর I recived this
payment এ ক্লিক করে আপনার ডলার রিলিজ করে দিন। যতক্ষণ পর্যন্ত বিকাশে পেমেন্ট না
পাবেন ততক্ষণ পর্যন্ত অর্ডার ক্যান্সেল করবেন না।
তা না হলে আপনি আর পেমেন্ট পাবেন না। পেমেন্টের সময় শেষ হয়ে গেলে চিন্তার কোন
কারণ নেই আপনার ডলার আপনার একাউন্টে থেকে যাবে। Binance এ ডলার সেল করার সময়
তেমন সমস্যা না হলেও, ডলার কিনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।
Binance থেকে নগদে টাকা ট্রান্সফার
Binance থেকে নগদে টাকা ট্রান্সফার খুব সহজেই করা যায়। এর জন্য
কিভাবে Binance থেকে বিকাশের টাকা ট্রান্সফার করবো এই
আর্টিকেলটি ভালোমতো পড়লে খুব সহজে আপনি Binance থেকে নগদে টাকা ট্রান্সফার করতে
পারবেন। শুধুমাত্র বিকাশের জায়গায় আপনার নগদ একাউন্টে ব্যবহার করবেন।
Binance to bkash withdrawal
Binance to bkash withdrawal খুব সহজে করা যায়। এর জন্য ধাপে ধাপে পদ্ধতি গুলো
অবলম্বন করলে আপনি খুব সহজেই Binance থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন।
এই জন্য উপরে কিভাবে Binance থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবো এই আর্টিকেলটি
ভালোভাবে পড়ুন।
Binance Bangladesh
Binance বর্তমানে কমবেশি সকলের কাছে পরিচিত। কেননা ট্রেডিং এর জন্য বাইনান্স অনেক
জনপ্রিয় একটি এক্সচেঞ্জার অ্যাপস। যার মাধ্যমে আমরা ট্রেডিং করে টাকা উপার্জন
করতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন মার্কেটপ্লেসে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে
Binance পেমেন্ট নিয়ে থাকি।
ট্রেডিং এর জন্য Binance অনেক জনপ্রিয় একটি মাধ্যম। Binance এ ট্রেডিং করে অনেকে
টাকা উপার্জন করে থাকে। এর জন্য অবশ্যই আপনাকে ট্রেডিং শেখার প্রয়োজন। ট্রেডিং
না শিখে Binance এ কখনো ইনভেস্ট করবেন না। এতে করে আপনার ইনকাম তো দূরে থাক উল্টো
আরো লোকসান হবে।
লেখকের মন্তব্য
বাইনান্স একটি ট্রেডিং প্লাটফর্ম। ট্রেডিং প্লাটফর্ম গুলোর মধ্যে এটি একটি অন্যতম
মাধ্যম। এর মাধ্যমে আপনি ক্রিপ্ট ট্রেডিং করতে পারবেন। এটি যেমন লাভজনক ঠিক তেমনি
না জেনে ইনভেস্ট করলে উল্টো লোকসান হবে। এই জন্য ট্রেডিং না শিখে বাইনান্স এ কখনো
ইনভেস্ট করবেন না।
ভালোমতো ট্রেনিং শিখে তবেই এই প্ল্যাটফর্মে ইনভেস্ট করবেন। সাধারণভাবে কোন
প্লাটফর্মে কাজ করে Binance এ পেমেন্ট নিয়ে আপনি খুব সহজেই বিকাশ কিংবা নগদে
টাকা ট্রান্সফার করতে পারেন। Binance এ ডলার কেনা কিংবা বিক্রি করার জন্য চাইলে
আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ যতটুকু পারবো আপনাদের সাহায্য করব।
আমাদের ওয়য়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনার করা প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url